মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল - ১৯৬৭ খ্রিঃ


  • আচরণ বিধি
  • বিদ্যালয়ের কতিপয় নিয়মাবলী:

    নিয়মিত উপস্থিতি: প্রত্যেক অভিভাবক তাঁহার সন্তানের রীতিমত স্কুলে উপস্থিতি নিশ্চিত করবেন এবং স্কুলে এসে প্রধান শিক্ষক / শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ পূর্বক হাজিরা খাতায উপস্থিতি যাচাই করবেন।

    বিলম্বে উপস্থিতি: প্রত্যেক ছাত্র/ছাত্রী অবশ্যই ক্লাস আরম্ভ হওয়ার ১৫ মিনিট পূর্বে স্কুলে উপস্থিত হবে। বিলম্বে উপস্থিতি এবং স্কুল আরম্ভ হওয়ার অনেক পূর্বে স্কুলে উপস্থিতি অথবা স্কুলের আশেপাশে, দোকানে বা বাজারে উদ্দেশ্যহীন ঘোরাফেরা অবশ্যই অপরাধ হিসাবে গণ্য হবে।

    অনুপস্থিতঃ

    () সঙ্গত কারণ উল্লেখ পূর্বক প্রধান শিক্ষক বরাবর লিখিত দরখাস্তের মাধ্যমে ছুটি মঞ্জুর করে যে কোন ছাত্র/ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকতে পারে।

     () অথবা জরুরী প্রয়োজন বা বিশেষ কারণে যে কোন ছাত্র/ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলে পরবর্তী দিবসে উপযুক্ত কারণ উল্লেখ পূর্বক প্রধান শিক্ষক বরাবর লিখিত দরখাস্তের মাধ্যমে ছুটি মঞ্জুর করে নিতে হবে। তবে দরখাস্তে অভিভাবকের সুপারিশ থাকা বাঞ্ছনীয়।
     () অথবা বাড়ীতে কোন জরুরী প্রয়োজনে ক্লাস চলাকালীন ছুটির প্রয়োজন হলে কারণ উল্লেখ পূর্বক অভিভাবকের সম্মতি সূচক মন্তব্যের মাধ্যমে প্রধান শিক্ষক বা স্ব-স্ব শ্রেণি শিক্ষক থেকে ছুটি মঞ্জুর করা যেতে পারে।

    বেতন ফিস: প্রত্যেক ছাত্র/ছাত্রী নিয়মিত নিয়মিত তাদের বেতন, ফিস পরিশোধ করবে। মাসিক বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করবে।

    স্কুল ইউনিফরম: ছাত্র/ছাত্রীদের জন্য নির্ধারিত ইউনিফরম পরে অবশ্যই স্কুলে আসবে। অভিভাবকগণ তাঁহাদের সন্তানদের ইউনিফরম সম্পর্কে অবশ্যই অবশ্যই যত্নবান হবেন এবং লক্ষ্য রাখবেন রীতিমত ইউনিফরম পরে স্কুলে আসছে কি না।

    পালনীয় দিবস: প্রত্যেক ছাত্র/ছাত্রী জাতীয় শুরুত্বপূর্ণ পালনীয় দিবস সমূহে স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অব্যশই যোগদান করবে এবং কর্মসূচীতে অংশগ্রহণ করা বাধ্যতা মূলক।

    পরীক্ষা:

     () পরীক্ষায় কোন ছাত্র/ছাত্রী অনুপস্থিত থাকলে নির্ধারিত হারে জরিমানা প্রদানে বাধ্য থাকিবে।

     () ক্লাস টেস্ট: ক্লাসে প্রতি মাসে বিষয় ভিত্তিক ক্লাস টেষ্ট গ্রহণ করা হবে। যার তারিখ পূর্বেই ঘোষণা করা হবে।

    () সাময়িক পরীক্ষা বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

    শিক্ষক, অভিভাবক কার্যকরী কমিটির যৌথ সভায় প্রত্যেক অভিভাবক অবশ্যই মিলিত হবেন, যখন এই ধরণের সভার তারিখ নির্ধারিত হবে।

    বিদ্যালয়ের আইন শৃংঙ্খলা লঙ্গন এবং অসদাচরণের জন্য শিক্ষার্থী বিদ্যালয় পরিচালনা কমিটির যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবে।

  • কপিরাইট © 2024 মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি